ভারতের ৯৯ শতাংশ মুসলিম বাবরি মসজিদ রায়ের রিভিউ চান

0
652
ভারতের ৯৯ শতাংশ মুসলিম বাবরি মসজিদ রায়ের রিভিউ চান

অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি) রোববার জোর দিয়ে দাবি করেছে যে ভারতের ৯৯ শতাংশ মুলমানই অযোধ্যায় বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের দেয়া রায়ের রিভিউ চান।

মামলার পক্ষ না হয়েও প্রভাবশালী মুসলিম এই সংগঠনটি রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছে।

অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অনুমতি দিয়ে রায় দেয় ভারতীয় মালাউন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। এর বদলে মুসলমানদেরকে অন্য কোথাও মসজিদ নির্মাণ করতে পাঁচ একর জমি দিতে সরকারকে নির্দেশ দেয়।

এআইএমপিএলবি সাধারণ সম্পাদক মওলানা ওয়ালি রাহমানি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, রিভিউ পিটিশন দায়ের করা হবে,  ৯৯ শতাংশ মুসলমান রিভিউ পিটিশন দায়েরের পক্ষে। কেউ যদি মনে করেন মুসলমানদের বড় অংশ তা চান না তাহলে সেটা ভুল।

তবে ওই পটিশন খারিজ করে দেয়া হবে বলেও রাহমানির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, তাই বলে আমরা পিটিশন দায়ের করা থেকে পিছিয়ে যাবো না। রায়ে অনেক অসঙ্গতিপূর্ণ বিষয় রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়! ভয়ে ছাড়ছে বেঙ্গালুরু
পরবর্তী নিবন্ধকথিত বন্ধুদেশ ভারতে এনআরসি আতঙ্কে, বাংলাদেশে বাড়ছে অবৈধ প্রবেশ!