বাবরি মসজিদের রায় পুনর্বিবেচনার জন্য জমিয়তে উলামায়ে হিন্দের আপিল!

0
801
বাবরি মসজিদের রায় পুনর্বিবেচনার জন্য জমিয়তে উলামায়ে হিন্দের আপিল!

অযোধ্যায় শহীদ বাবরি মসজিদের জমিতে রাম মন্দির স্থাপনে ভারতের সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য এই প্রথম আপিল দায়ের করেছে জামিয়তে উলামায়ে হিন্দ।  রায়ের ২৪ দিনের মাথায় অযোধ্যা নিয়ে প্রথম মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।  সংগঠনের প্রধান মাওলানা আরশাদ মাদানির দাবি, দেশের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই রায় পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন। প্রায় একই দাবি করে রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডও।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকার  সূত্রে জানা যায়, গত সোমবার (২ ডিসেম্বর) ভারতের সর্বোচ্চ আদালতে এ আপিল দায়ের করা হয়।  মামলা দায়ের হওয়ার পর জমিয়তের শীর্ষ নেতা মাদানির দাবি, ‘‘আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, তাই মামলা দায়ের করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘অযোধ্যা মামলায় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল কি না। শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে, মন্দির ধ্বংস করেই যে মসজিদ তৈরি হয়েছিল, এমন কোনও প্রমাণ নেই। সুতরাং মুসলিমদের অধিকার প্রমাণিত। অথচ চূড়ান্ত রায় এর বিপরীতধর্মী। আমরা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি কারণ, রায় বোধগম্য হয়নি।’’

গত ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল মালাউন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়ের প্রধান বক্তব্য ছিল, অযোধ্যার মূল বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির তৈরিতে কোনও বাধা নেই। মুসলিমদের মসজিদ তৈরির জন্য ওই বিতর্কিত জমির বাইরে ৫ একর জমি দিতে হবে সরকারকে।

এই রায় নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে তখন থেকেই অসন্তোষ ছিল। প্রায় একই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডও। সেই মামলাও দায়ের হতে পারে এই সপ্তাহেই। রবিবার সংগঠনের নেতারা জমিয়তের সুরেই কথা বলেছিলেন। তাঁদের বক্তব্য, ‘‘অযোধ্যা রায়ের পর থেকেই বিশ্বাস দুর্বল হচ্ছে। দেশের ৯৯ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষই রিভিউ পিটিশনের পক্ষে।’’

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যার শহীদ বাবরি মসজিদের জমিতে হিন্দুদের রাম মন্দির নির্মানের রায় দেয় সুপ্রিম কোর্টের ৫ সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ে রাম মন্দির তৈরির পথে যাবতীয় বাধা কেটে গেছে বলে দাবি করেছে সন্ত্রাসী দল বিজেপি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরামমন্দির নির্মাণ ঠেকানোর ক্ষমতা কারও নেই:- রাজনাথ সিং
পরবর্তী নিবন্ধভারতে থানার পুলিশ কোয়ার্টারে তুলে নিয়ে যুবতীকে গণধর্ষণ!