প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা করতে ক্রুসেডার আমেরিকার কর্মকর্তা এখন বাংলাদেশে

0
1059
প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা করতে ক্রুসেডার আমেরিকার কর্মকর্তা এখন বাংলাদেশে

দুই দিনের সফরে মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় এসেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয়ক সহকারী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী র‍্যান্ডল শ্রাইভার।

সে কথিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে আলোচনা করে।

আলোচনায় প্রতিরক্ষা চুক্তি ‘আকসা’ ও ‘জিসোমিয়া’ সইয়ের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানা গেছে।

২০১৮ সাল থেকেই এ নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা দুই দেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সরাসরি সহযোগিতা ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিরক্ষা খাতে কর্মদক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণে বাংলাদেশের কর্মকর্তাদের বেশি সংখ্যায় নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ হত্যা করল বাংলাদেশি নাগরিককে
পরবর্তী নিবন্ধক্রুসেডার যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিন দখলের নতুন অধ্যায়, নিশ্চুপ কথিত জাতিসংঘ