ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরের ওপর সন্ত্রাসী ছাত্রলীগের হামলার ঘটনায় এই প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি বাংলাদেশের নাগরিক না? তা হলে আমাদের ওপর কেন এই বারবার হামলা? কেন আমাদের নিয়ে অনধিকার চর্চা করা হয়?’ নুরের ওপর হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে আসেন তার বাবা ইদ্রিস হাওলাদার। ছেলের শারীরিক অবস্থা দেখে কেঁদে ফেলে তিনি এসব কথা বলতে থাকেন।
রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইদ্রিস হাওলাদার। সেখানে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে আপ্লুত কণ্ঠে দেশের মানুষের প্রতি নানা কথা বলেন তিনি।
নুরের বাবা বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক। সেই অধিকারেই সে ভিপি হয়েছে। তবু তার ওপর কেন বাবরার হামলা হয়? তাকে নিপীড়ন-নির্যাতন করা হয় কেন? এই তো পাঁচ-ছয় দিন আগেও তার ওপর নির্যাতন চালিয়ে আঙুল ভেঙে দিয়েছে ওরা। এরই মধ্যে তিনবার হামলা করা হয়েছে।
ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা চেয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন ইদ্রিস হাওলাদার।
উল্লেখ্য, রবিবার বেলা ১টার দিকে ডাকসু ভবনে গিয়ে ভিপির কক্ষ এবং ডাকসু ভবনে তাণ্ডব চালায় সন্ত্রাসী ছাত্রলীগের মুক্তিযুদ্ধ মঞ্চের লোকজন। এ সময় নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন ডাকসু ভিপি।
সুত্রঃ কালের কন্ঠ