হিন্দু-মুসলমানকে ভাগ করেছি, ঠিক করেছি বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের সন্ত্রাসী দল বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দেশটির বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে এমন কথা বলেছে দিলীপ ঘোষ।
৯ জানুয়ারি, বৃহস্পতিবার রাজ্যের মেদিনীপুর বিভাগের ঝাড়গ্রাম জেলার পাঁচমাথা মোড়ে বিজেপির ওই সভা অনুষ্ঠিত হয়। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন এমন খবর প্রকাশ করেছে।
এ সময় বিজেপির বিরুদ্ধে ওঠা মেরুকরণের রাজনীতির অভিযোগের জবাবে দিলীপ ঘোষ বলেছে, ‘হিন্দু-মুসলমানকে ভাগ করছি, ঠিক করছি। তোর বাপের কি রে? ক্ষমতা থাকলে আটকা।’
বিজেপির এ রাজ্য সভাপতি আরো বলেছে,‘ আগে তো ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে। কোটি কোটি মানুষকে উদ্বাস্তু হতে হয়েছে।’
দিলীপ ঘোষ আরো দাবি করেছে, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর অনেকেই (বেআইনি অনুপ্রবেশকারী) এখন সীমান্ত দিয়ে পাকিস্তান, বাংলাদেশে পালাতে চাইছে। ওরা বুঝেছে এখানে থাকলে জেলে ঢুকিয়ে দেবে। সে আরো বলেছে, ‘কোনো বিদেশিকে এদেশে থেকে খেতে দেব না।