ইন্টারনেট ব্যবহার দেশের মানুষের মৌলিক অধিকার। কাশ্মীরে ৩৭০ রদের পর থেকে সেখানে ইন্টারনেট বন্ধ। পাশাপাশি গত এক বছরে গোটা দেশে ইন্টারনেট বন্ধের ফলে ক্ষতি হয়েছে ৯,২২৩ কোটি টাকা। এমনই এক রিপোর্ট প্রকাশ করেছে টপ ১০ ভিপিএন। অর্থাত্ ইন্টারনেট বন্ধ দেশের মানুষের মৌলিক অধিকার হরণের পাশাপাশি আর্থিক ক্ষতিও করেছে বিস্তর।
এনআরসি-সিএএ নিয়ে রাজ্যে বিক্ষোভের জেরে একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয় গত মাসে। গত ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর গত ৫ মাস সেখানে ইন্টারনেট বন্ধ। ফলে ক্ষতির পরিমাণ বেড়েছে লাফিয়ে। ইন্টারনেট বন্ধের দৌড়ে কেবলমাত্র ইরাক ও সুদানের পেছনেই রয়েছে ভারত। গত বছর মোট ৪,১৯৬ ঘণ্টা ইন্টারনেট বন্ধ ছিল ভারতের বিভিন্ন অংশে।
সূত্র: জি নিউজ ইন্ডিয়া