ত্রিশ দিন নিখোঁজ থাকার পরত্রিশ দিন নিখোঁজ থাকার পর আরওয়া নামের এক সিরিয়ান বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ডকুমেন্টিং অপ্রেশন এগেইনস্ট মুসলিম জানিয়েছে, সিরিয়ার ইদলিবে আসাদ সরকার এবং রাশিয়ান সন্ত্রাসীরা যৌথ আক্রমণের সময় অন্যান্য পরিবারের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয় আরওয়ার পরিবারকে। এরপরই হারিয়ে যায় মেয়েটি।
ত্রিশ দিন নিখোঁজ থাকার পর আরওয়া নামের সেই মুসলিম বালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড শীতে মেয়েটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।