ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত সাবুল ইসলাম (৪৬) এর মরদেহ চারদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত সন্ত্রাসীবাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার দুপুরে পাড়িয়া বিজিবির সদস্যদের নিকট সাবুলের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক রাসেদুল ইসলাম। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।
গত শনিবার ভোর রাতে সাবুল ইসলাম কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।
বিএসএফ ভারতের পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর পর লাশ ফেরত দিয়েছে।
ওরাই হল আমাদের উত্তম বন্ধু।