চীনের রহস্যময় করোনাভাইরাস ইতোমধ্যেই জিংজিয়াংয়ে ছড়িয়ে পড়ছে। এ অঞ্চলে ডিটেনশন ক্যাম্পে বন্দী ২০ লাখ মুসলিম পড়েছে ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে।
প্রাক্তন বন্দীদের বয়ান অনুসারে, ডিটেনশন ক্যাম্পগুলো নিতান্তই নোংরা। ফলে ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা বেশি।
২০১৮ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন বন্দী বলেছিলো, একটা রুমে আমরা ৪৫ জন গাদাগাদি করে থাকতাম। দিনে মাত্র দুবার আমাদের প্রাকৃতিক প্রয়োজন পুরা করার অনুমতি ছিল। খাবার ভালো না, পরিবেশ ভালো না।
ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল এওয়্যাকিং মুভমেন্টের তথ্যানুযায়ী, জিংজিয়াংয়ে ৪৫৪টি বন্দী শিবির রয়েছে।