অযোধ্যায় বাররি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করল প্রধানমন্ত্রী মালাউন নরেন্দ্র মোদি। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক থেকে সোজা লোকসভায় এসে এই ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছে, ওই ট্রাস্টের নাম হবে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। মন্দির নির্মাণ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত এই ট্রাস্ট স্বাধীনভাবে গ্রহণ করবে।
ট্রাস্টের মোট সদস্য সংখ্যা হবে ১৫। মোট ৬৭ একর জমিই এই ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে। ২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি টানা শুনানি শেষে জানিয়েছিলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ করা হবে। সুপ্রিম কোর্ট রায়ে বলেছিলেন, মন্দির নির্মাণের দায়িত্ব তুলে দিতে এক ট্রাস্ট গঠন করতে হবে। সে জন্য সরকারকে তিন মাস সময় দেওয়া হয়েছিল। আগামী রোববার, ৯ ফেব্রুয়ারি, সেই সময়সীমা উত্তীর্ণ হবে।