প্রতিবছর ইয়ামানে মারা যাচ্ছে ৫০ হাজার শিশু : আনসারুল্লাহ

0
1218

ইয়ামানের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন বলেছে, দারিদ্রপীড়িত দেশটিতে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধ আশঙ্কাজনকভাবে শিশু মৃত্যুর হার বাড়িয়ে তুলছে।

আনসারুল্লাহ গত (বৃহস্পতিবার) বলেছে, ইয়ামানের বিরুদ্ধে সৌদি আরবের চলমান সামরিক আগ্রাসন দেশটিতে দুর্ভিক্ষ, দারিদ্রতা এবং রোগ বাড়িয়ে তুলছে।এর ফলে ইয়ামানে প্রতিবছর এক মাসের কম বয়সি ৫০ হাজার শিশু মারা যাচ্ছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ইয়ামানের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে দেশটির বিভিন্ন এলাকায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত ও উদ্বাস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। এ নিয়ে বিশ্ব একেবারেই চুপ রয়েছে।

ইয়ামানের বিরুদ্ধে পাশ্চাত্য সমর্থিত সৌদি সামরিক আগ্রাসনের পাশাপাশি দেশটির ওপর নৌ অবরোধের ফলে এর অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এছাড়া, সৌদি আগ্রাসনের ফলে ইয়ামানে চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এবং দেশটির শিশুরা কলেরাসহ মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকমছেই না‘গণধর্ষণ’, চরম উৎকন্ঠায় অভিভাবকরা
পরবর্তী নিবন্ধখেলাপি আদায়ে ব্যর্থ ১৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান