টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা তাগুত নির্বাহী কর্মকর্তার কথিত বাল্যবিবাহের নামে জায়েজ বিয়ে বাতিল করে দিল। গত বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার দিগর ইউনিয়নের ধোপাজানি গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার রাতে ঘাটাইলের উপজেলা তাগুত নির্বাহী কর্মকর্তা দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রমের মজনু মিয়ার মেয়ে মেঘলার বিয়ে ভেঙে দেয়। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার টিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৮) সাথে বিয়ের আয়োজন করা মেয়েটির।
বুধবার রাতেই বরপক্ষ লোকজন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার রাতে দিগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মেয়ের আত্মীয়-স্বজন ও স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে মুচেলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয় উপজেলা তাগুত হিন্দু নির্বাহী কর্মকর্তা।