এবার ঘাটাইলে তাগুত ইউএনও বন্ধ করলো শরীয়াহ অনুমোদিত জায়েজ বিয়ে

0
1349
এবার ঘাটাইলে তাগুত ইউএনও বন্ধ করলো শরীয়াহ অনুমোদিত জায়েজ বিয়ে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা তাগুত নির্বাহী কর্মকর্তার কথিত বাল্যবিবাহের নামে জায়েজ বিয়ে বাতিল করে দিল। গত বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার দিগর ইউনিয়নের ধোপাজানি গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার রাতে ঘাটাইলের উপজেলা তাগুত নির্বাহী কর্মকর্তা দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রমের মজনু মিয়ার মেয়ে মেঘলার বিয়ে ভেঙে দেয়। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার টিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া (১৮) সাথে বিয়ের আয়োজন করা মেয়েটির।

বুধবার রাতেই বরপক্ষ লোকজন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার রাতে দিগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মেয়ের আত্মীয়-স্বজন ও স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে মুচেলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয় উপজেলা তাগুত হিন্দু নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধথামছে না আওয়ামী লীগের সন্ত্রাসী কর্ম, এবার যুবলীগ নেতার লাথিতে আশঙ্কায় অন্তঃসত্ত্বা নারী
পরবর্তী নিবন্ধজীবনের যেন কোন মূল্য নেই, আবারো সন্ত্রাসী বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত