লকডাউনেও ১ লাখের বেশী পোশাক শ্রমিক মজুরি পাননি

0
1227
লকডাউনেও ১ লাখের বেশী পোশাক শ্রমিক মজুরি পাননি

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সদস্যভুক্ত ১৮১ তৈরি পোশাক কারখানার এক লাখ ১২ হাজার ৭১৪ জন শ্রমিক এখনও মজুরি পাননি। দেশে বিজিএমইএ সদস্যভুক্ত সক্রিয় তৈরি পোশাক শিল্প-কারখানা রয়েছে ২ হাজার ২৭৪টি। এর মধ্যে ২ হাজার ৯৩টির মালিক তাদের ২৩ লাখ ৬০ শ্রমিকের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছেন।

আজ রবিবার গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। খবরঃ কালের কন্ঠে

বিজিএমইএ বলছে, ২ হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে ৩৬০টি। এর মধ্যে মার্চের বেতন দিয়েছে ৩২৫টি প্রতিষ্ঠান। গাজীপুরের ৮০৮টি কারখানার মধ্যে বেতন দিয়েছে ৭৪৬টি, সাভার আশুলিয়ায় ৪৭১টির মধ্যে বেতন দিয়েছে ৪৪০টি, নারায়ণগঞ্জে ২৬৯টি পোশাক কারখানার মধ্যে বেতন দিয়েছে ২৬০টি, চট্টগ্রামে ৩২৪টি কারখানার মধ্যে ২৮৩টি এবং প্রত্যন্ত এলাকার ৪২টি কারখানার মধ্যে ৩৯টির মালিক মোট ২৩ লাখ ৬০ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিম হওয়ায় ভর্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসার অভাবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাম্পের ফাঁকাবুলি চলছেই, এবার চীনকে ‘ফল ভোগ করানো’র হুমকি