বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সৈন্যারটেক এলাকায় অবস্থিত গোল্ডেন-সন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন ইনফিনিটি লিমিটেডের পুতুল কারখানার শ্রমিকরা।
আশ্বাস দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় বকেয়া বেতনসহ ছয় দাবিতে আজ সোমবার (১১ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের আবারো আশ্বাসের কারণে কর্মসূচি থেকে সরে আসেন শ্রমিকরা। বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে উপজেলার গুরুত্বপূর্ণ মইজ্যেরটেক ও ব্রিজঘাট সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কালের কন্ঠের রিপোর্ট
এর আগে বকেয়া বেতনের দাবিতে গত শনিবার (২ মে) শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মালিকপক্ষ ১০ মে সকল শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু গতকাল রবিবার (১০ মে) বেতন পরিশোধ না করায় আবারো বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা ছয় দাবি তুলে সড়ক অবরোধ করেন। দাবিগুলো হলো গত মার্চ মাসের বেতন হাতে-হাতে দেওয়া, এপ্রিল মাসের বেতন সরকারের ঘোষণা অনুযায়ী পরিশোধ, লকডাউনের মধ্যে ঝুঁকিতে কাজ করার কারণে আশ্বাস অনুযায়ী দ্বিগুণ বেতন প্রদান, ঈদ বোনাসসহ বেতন পরিশোধ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ, ৫ থেকে ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ এবং বিনা কারণে কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই না করা।
গোল্ডেন ইনফিনিটি লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার বলেন, ‘আমাদের ব্যাংকের লেনদেন নিয়ে সাময়িক কিছু সমস্যার কারণে সঠিক সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়নি। আগামী ১৭ মে এপ্রিল মাসের বেতন ও ২০ মে বকেয়া পরিশোধ করা হবে শ্রমিকদের মোবাইলে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।’