সিরিয়ার ইদলিব সিটির একটি শর্ণার্থী শিবিরে নষ্ট খাবারের বিষক্রিয়ার ফলে প্রায় ৫০ জন বাস্তুচ্যুত মজলুম সিরিয়ান মুসলিম আক্রান্ত হয়েছেন।
বিস্তারিত সংবাদ থেকে জানা যায় যে, শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে খাবারের প্রচুরপরিমাণ সংকট থাকায় বাস্তুচ্যুত সাধারন মুসলিমরা নষ্ট খাবার খাচ্ছেন, তার নিজেদের ইফতার ও সেহরির জন্যও পাচ্ছেননা ভালো কোন খাবার। যার ফলে শরণার্থী শিবিরগুলোতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
সিরিয়ান একজন সংবাদিক “আহমদ রিহাল” জানান যে, শুধু ১৩ মে নষ্ট খাবারের বিষক্রিয়ার ফলে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ জন শরণার্থী।
এর আগে গত ১২ মে এধরণের নষ্ট খাবার খাওয়ায় আক্রান্ত হয়েছে প্রায় ৭১ জন। যাদের মাঝে ৩১ জন শিশু এবং ২১ জন নারী রয়েছেন।
এমন পরিস্থিতি বাস্তুচ্যুত সিরিয়ান মুসলিম শরণার্থী শিবিরগুলিতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন দেশটিতে অবস্থানরত মুসলিম সাংবাদিকগণ।
উল্লেখ্য যে, আমরা যেন আমাদের দেশে অবস্থানরত আরাকানী মজলুম মুসলিম ভাইদের কথা ভুলে না যাই।