মুন্সীগঞ্জে পুলিশকে মারধর করলো সন্ত্রাসী আ’লীগ নেতা

0
892
মুন্সীগঞ্জে পুলিশকে মারধর করলো সন্ত্রাসী আ’লীগ নেতা

মুন্সীগঞ্জে টংগীবাড়ি থানার কনস্টেবল মো. তানজিল হোসেনকে মারধর করে জখম করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে।

বৃহস্পতিবার গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে হামলাকারী টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য কবির খান ও তার ছেলে নাছির খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিরা পলাতক রয়েছে।

আহত কনস্টেবল তানজিল হোসেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত কনস্টেবল তানজিল হোসেন জানান, ‘আমার বাসা তাদের বাসার সামনের বাসা। আমাকে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে নিষেধ করে বারবার। বলে, আমি হেঁটে যেতে পারবো কিন্তু মোটরবাইক নিয়ে যেতে পারবো না। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর চড়াও হয়। পরবর্তীতে পরিবারের সকলেই আমাকে মারধর করে জখম করে।’

বৃহস্পতিবার রাত ১১টায় তিনি জানান, সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে টংগীবাড়ি থানায় চলে গেছেন তিনি। বলেন, জখম ও শরীর ব্যাথা নিয়েই থানায় চলে এসেছি।

এ বিষয়ে টংগীবাড়ি-সিরাজদীখান সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজিবুল ইসলাম শুক্রবার সকাল ১০টায় জানান, এ ঘটনার প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
খবর: নয়া দিগন্ত

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধরা খেলো চালচোর চেয়ারম্যান , নির্দোষ প্রমাণে ‘টিপসই’ আদায়
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || মে ২য় সপ্তাহ, ২০২০ঈসায়ী ||