ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, কি হচ্ছে দেশে?

0
1004
ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, কি হচ্ছে দেশে?

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাহাঙ্গীর মিয়া (৪৮) নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আওয়ামী দালাল পুলিশ লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের ডেঙ্গাপাড়ার মৃত লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়াকে শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

কয়েক ঘণ্টা পর লোকজন পাশের কাদৈর গ্রামের বিলে ব্যবসায়ী জাহাঙ্গীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাড়িতে সংবাদ দেয়। পরে ‌আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তিনি মারা যান। বিডি প্রতিদিন

নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ‘লাশের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

তবে এখনো পর্যন্ত আসামীদে গ্রেফতার করেনি আওয়ামী দালাল পুলিশ বাহিনী।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুজাহিদগণের হাতে বন্দী হওয়া এক ইতালিয়ান তরুণীর ইসলামগ্রহণ
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের সন্ত্রাসী ছাত্রলীগ নেতার হুমকি, থানায় জিডি