ঘূর্ণিঝড় আম্ফানে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নেয়া হচ্ছে

0
1047
ঘূর্ণিঝড় আম্ফানে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নেয়া হচ্ছে

বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান উপকূলের দিকে ধেয়ে আসায় উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করেছে কোস্টগার্ড। আজ সোমবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘ঘূর্ণিঝড় আম্ফান-এর কারণে ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া শুরু করেছে কোস্টগার্ড।’খবর: আমাদের সময়

এদিকে, আজ সোমবার সন্ধ্যায় এক বিশেষ বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় আম্ফান আরও ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এখন এই সাইক্লোনের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এতে বলা হয়, সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ আছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এই ঝড় উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করতে পারে। আগামীকাল রাত থেকে বুধবার বিকেল বা সন্ধ্যার মধ্যে এটি বাংলাদেশের উপকূলে অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা!
পরবর্তী নিবন্ধইতিহাসের সবচেয়ে ভয়াবহ মন্দার অপেক্ষায় ভারত