বজ্রপাতে মারা গেলেন ৯ জন

0
1338
বজ্রপাতে মারা গেলেন ৯ জন

দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বজ্রপাতে মোট ৯ জনের মৃত্যুর খরর পাওয়া গেছে। আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

চাঁপাইনবাবগঞ্জ: আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সাদেকুল ইসলাম (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পার কৃষ্ণগোবিন্দপুর গ্রামের রুমালী বেগম ও মনাকষা ইউনিয়নের রানিনগর হঠাৎপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন (৩৫) বজ্রপাতে মারা যান।

বগুড়া: ধুনটে বজ্রপাতে ২ ব্যবসায়ী মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজারে এই ঘটনা ঘটে। মৃত দুই ব্যবসায়ী হলেন হিজুলী গ্রামের নাদু খাঁর ছেলে ফজর আলী (৪২) ও একই গ্রামের মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৪৫)। এদিকে কালাই থিয়টপাড়ায় বজ্রপাতে বাড়ির দেওয়াল ধসে মারা গেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কালাই ইউপির সাবেক চেয়ারম্যান নজিরউদ্দিন সরদার (৭০)।

রংপুর : মিঠাপুকুরে বজ্রপাতে ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী পাহাড়পুর গ্রামের আমিরউদ্দিনের ছেলে।

গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের তিস্তা নদীর চরে গত বুধবার বিকালে বজ্রপাতে আবদুল মমিন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল মমিন ওই ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের মৃত কাদিম শেখের ছেলে। অন্যদিকে সাদুল্যাপুর উপজেলার ফাঁকা মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সুরমা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সুরমা লক্ষ্মীপুর গ্রামের কৃষক ছকু মিয়ার মেয়ে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ায় মানব পাচারকারীদের নৃশংস গুলিতে ২৬ বাংলাদেশিসহ নিহত ৩০
পরবর্তী নিবন্ধ‘ত্রাণ না দিয়ে পারলে বাঁধটা ঠিক করাইয়া দেন’