ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য কমিশন প্রায় সময়ই তাদের নিয়ন্ত্রিত রাজ্যগুলোর ফার্মেসী ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে থাকেন, জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে মুজাহিদগণ এধরনের অভিযানগুলো চালান।
এরই ধারাবাহিকতায় ৭ জুলাই আফগানিস্তানের ফারাহ প্রদেশের “বাকোয়া” জেলাতেও এধরনের অভিযান চালিয়েছেন তালেবান মুজাহিদগণ। এসময় তালেবানদের স্বাস্থ্য কমিশনের সদস্যরা ফার্মেসী ও ক্লিনিকগুলোতে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষুধসমূহ জব্দ করেন এবং তা স্থানীয় বাজারের একটি মাঠে জনসমক্ষে পুড়িয়ে ফেলেন।
অভিযান শেষে ফার্মেসী ও ক্লিনিক মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে, পুনরায় যদি মেয়াদ উত্তীর্ণ ঔষুধ পাওয়া যায়, তাহলে মামলাটি ইসলামি ইমারতের শরিয়াহ আদালতে প্রেরণ করা হবে।