বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে দুর্নীতি: প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

0
503
বিদ্যুৎ ও স্বাস্থ্য খাতে দুর্নীতি: প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

চলমান করোনাকালে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান ও ঘন ঘন লোডশেডিং এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও পথসভা করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় রহুল আলম মাস্টার নামে এক নাগরিক বলেন, করোনাকালে গত দুই মাসে সৈয়দপুরে হাজার হাজার গ্রাহককে অতিরিক্ত ভুয়া বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন ১৫ থেকে ২০ বার ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আবার সরকার বলছে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। অন্যদিকে গোটা দেশে স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়েছে। এ খাতে সরকারদলীয় রথি-মহারথিদের নাম ইতোমধ্যে প্রকাশ হয়ে পড়েছে। তার পরও সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি স্বাস্থ্য খাতকে পুরোপুরি ঢেলে সাজানোর দাবি জানান। পরে বিদ্যুৎ বিতরণকেন্দ্রের সামনেসহ শহরের চার স্থানে মানববন্ধন ও পথসভা করা হয়।
সূত্র: আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বাংলাদেশের জালিয়াতি, বাংলাদেশিদের এড়িয়ে চলছে ইতালীয়রা
পরবর্তী নিবন্ধবিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা বাংলাদেশের