আফগানিস্তানের হেরাত প্রদেশে গত ১১ জুলাই তালেবান মুজাহিদদের পৃথক হামলায় কমপক্ষে ১১ মুরতাদ সৈন্য হতাহত হয়েছে। ধ্বংস করা হয়েছে শত্রুবাহিনীর ২টি ট্যাঙ্ক।
ইমারতে ইসলামিয়ার কেন্দ্রীয় মুখপাত্র মুহতারাম ক্বারী মুহাম্মাদ ইউসুফ আহমাদী হাফিজাহুল্লাহ্ টুইটার বার্তায় জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার সময় হেরাত প্রদেশের শিন্দাদ জেলায় মুরতাদ কাবুল সরকারি বাহিনীর একটি টিমকে টার্গেট করে সফল হামলা চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এতে মুরতাদ কাবুল বাহিনীর ১টি ট্যাঙ্ক পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এসময় ট্যাঙ্কে থাকা ১ সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়েছে, পাশাপাশি অনেক সৈন্য হতাহত হয়েছে।
একই জেলায় বিকাল ২টায় মুরতাদ বাহিনীর আরেকটি দলকে টার্গেট করে হামলা চালান মুজাহিদগণ। এতে মুরতাদ বাহিনীর ১টি ট্যাঙ্ক ধ্বংস হওয়া ছাড়াও ৬ সৈন্য নিহত এবং ১ সৈন্য আহত হয়েছে।
এমনিভাবে হেরাতের “ইদরিসখান”জেলায় সন্ধ্যা ৭টায় তালেবান মুজাহিদদের অপর একটি সফল হামলায় এক মুরতাদ সৈন্য নিহত এবং ২ সৈন্য গুরুতর আহত হয়েছে।