খোরাসান | চারটি জেলার ৫,২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তালেবান সরকার।

0
653
খোরাসান | চারটি জেলার ৫,২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তালেবান সরকার।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এর তালেবান সরকার তাদের নিয়ন্ত্রিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া ও খোস্ত প্রদেশের ৪টি জেলায় ৫,২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার তালেবান তাদের অফিসিয়াল “আল-ইমারাহ” ওয়েবসাইটে জানিয়েছে, এই সহায়তার অধীনে তাঁরা পাকতিয়া প্রদেশের ওমনা, ওয়ার্মামি, নকি এবং খোস্ত প্রদেশের সাবারি নামক ৪টি জেলার প্রায় ৫,২০০ দরিদ্র পরিবারের জন্য আটা, তেল, ডাল, লবণ এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তালেবানদের ইনস্টিটিউশনাল কমিশনের প্রচেষ্টায় এসব খাদ্য সামগ্রী অভাবী পরিবারগুলিতে বিতরণ করা হয়েছে।

এটি লক্ষ করা উচিত যে, তালেবানদের প্রতিষ্ঠিত ইসলামি ইমারত চলিত সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত ময়দান ওয়ার্দাক, সর-ই-পুল ও খোজ প্রদেশের আরো ১৭ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা সরবরাহ করেছেন। যার ফলে আফগান জনগণ তালেবানদের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে, এদিকে ইসলামি ইমারতও ভবিষ্যতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রক্রিয়া অব্যাহত রাখার কথাও জানিয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি-অনিয়ম বন্ধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | তালেবান নিয়ন্ত্রিত মুহাম্মদ আগা জেলার প্রাকৃতিক দৃশ্য