গোমাংস বহনের সন্দেহে ভারতে পুলিশের সামনেই মুসলিম চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

1
1166
গোমাংস বহনের সন্দেহে ভারতে পুলিশের সামনেই মুসলিম চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

গোমাংস নিয়ে যাচ্ছে, এমনই সন্দেহে এক ট্রাক চালককে পুলিশের সামনেই বেদম পেটাল গো-মূত্র পানকারী সন্ত্রাসী দল।  স্রেফ সন্দেহের বশে ঘটা এমন নৃশংস ঘটনা রাস্তায় দাঁড়িয়ে দেখলেন আশপাশের মানুষ ও পথচারীরা। কেউ রোখার জন্য এগিয়ে এলেন না। কারণ ওই ট্রাকে করে যাচ্ছিল মহিষের মাংস।

শুক্রবার সকালে ভারতের রাজধানী দিল্লির কাছেই গুরগাঁওতে এই ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, ওই লোকের নাম লোকমান। তিনি ট্রাক চালক। গো পূজারীরা সন্দেহ করেন যে তিনি ট্রাকে করে গরুর মাংস নিয়ে যাচ্ছেন। এই সন্দেহে তাকে ধাওয়া করে গ্লিস্টেনিং টাওয়ারের সামনে আটক করে। তারপরেই সেই মুসলিম ট্রাক চালককে নামিয়ে হাতুড়ি দিয়ে পেটানো হয়।

তবে পরে পরীক্ষা করে জানা গিয়েছে, সেই মাংস ছিলো মোষের।

পুলিশ সূত্রে খবর, লোকমানকে বাদশাহপুর গ্রামে নিয়ে আরও একবার প্রহার করা হয়েছিল।

ট্রাকের মালিকের অভিযোগ, ‘ওটা মোষের মাংস। প্রায় পাঁচ দশক ধরে আমাদের পারিবারিক ব্যবসা।’

২০১৫ সালে এভাবেই দাদরিতে গো-মাংস পাচার সন্দেহে আখলাক নামে এক মুলিম প্রৌঢ়কে মালাউনরা পিটিয়ে মেরেছিল।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | আল-শাবাব নিয়ন্ত্রিত ইসলামী রাজ্যসমূহে মুসলিমদের ঈদ উৎসবের দৃশ্য
পরবর্তী নিবন্ধইয়ামান | মুরতাদ হুতী বাহিনীর ১টি গাড়ি ও বিমান ভূপাতিত করেছেন মুজাহিদগণ