আজ থেকে প্রায় তিন বছর আগে কাতার দখল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রাজনীতি ও অর্থনীতিবিষয়ক গ্লোবাল ম্যাগাজিন ফরেইন পলিসিকে উদ্ধৃত করে গালফ টাইমস-সহ একাধিক গণমাধ্যমে এই খবর এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বাদশাহ সালমান ২০১৭ সালের ৬ জুন ট্রাম্পের সঙ্গে কথা বলেন। আলাপকালে তিনি স্থল আক্রমণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সম্মতি চান।
কিন্তু ট্রাম্প তাতে রাজি হননি। তিনি কঠোরভাবে ওই প্রস্তাবের বিরোধিতা করেন। এরপর জিসিসি অঞ্চলের সঙ্গে কুয়েতকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানান।
২০১৯ সালের মে মাসে ওয়াল স্ট্রিট জার্নাল থেকেও একই ধরনের খবর প্রকাশ করা হয়। এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে কাতারে আক্রমণ চালাতে সৌদি সেনাবাহিনীর প্রস্তুতি নেয়ার কথা বলা হয়।
যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং কাতারের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ফিল্ডের প্রাকৃতিক গ্যাসও দখলের পরিকল্পনা ছিল তাদের।