ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনা-তে শনিবার রাত্রে এক নির্মাণাধীন ফ্লাইওভার ভেঙে পড়ে। ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। তারই একটি অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন।
দুর্ঘটনার কিছু ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত।
লাগাতার কয়েক দিন ধরে বৃষ্টি পড়ছে গুরুগ্রাম এলাকায়। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝে সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। আনন্দবাজার