নাটোরের সিংড়ায় সন্ত্রাসী আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে শিল্পী বেগম (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট বোন লাভলী পারভীন। রোববার উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড় চৌগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রীস আলী মন্ডলের সহধর্মিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় চৌগ্রাম মাঠে তিন পুরুষের ভোগদখীয় এক খণ্ড জমি চাষাবাদ করে আসছেন স্থানীয় কৃষক হায়দার আলী মন্ডল। সম্প্রতি চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওয়ারিশ সূত্রে নিজেকে ওই জমির মালিক বলে দাবি করেন। হঠাৎ রোববার সকালে লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমি চাষাবাদ করতে যান রবিউল। এসময় কৃষক হায়দার আলী মন্ডলের দুই মেয়ে আওয়ামী লীগ কর্মী শিল্পী বেগম ও লাভলী পারভীন বাঁধা দিলে উভয় ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আ’লীগকর্মী শিল্পী বেগম মৃত ঘোষণা করেন।
চৌগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জাহেদুল ইসলাম ভোলা বলেন, জমি-জমা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। আমাদের সময়