কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে ট্রলি ব্যাগে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাঁচি এলাকার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।
নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল জানান, রাতে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশে ট্রলি ব্যাগ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যুগান্তর