পাকিস্তান সরকার ইমরান খানের ঘনিষ্ঠ ও পিটিআই খাইবার পাখতুনখুনির সহ-সভাপতি তাহির ইকবাল এক হামলার নিহত হয়েছে।
খবরে বলা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের হরিপুর জেলায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখার সহ-সভাপতি মালিক তাহির ইকবালকে গুলি করে হত্যা করা হয়েছে। এই লোক ছিলো পাকিস্তানের বর্তমান সরকার ইমরান খানের ঘনিষ্ঠ লোক।
এদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ গতকাল নিহত হওয়া ‘পিটিআই’ সহ-সভাপতি তাহির ইকবালের হত্যার দায় স্বীকার করেছেন।
তিনি বলেন যে, এই ব্যক্তি ইসলাম ও শরিয়াহ বিরোধী কর্মকাণ্ডে জড়িত দলসমূহ এবং পাকিস্তানি মুরতাদ সেনাবাহিনীর সাথে সম্পর্ক রেখে কাজ করত, আর একারণে সে মুজাহিদদের টার্গেটে পরিণত হয়।
পাকিস্তানী হুকুমতের সাথে যুক্ত লোকদের উদ্দ্যেশ্য করে তিনি বলেন, আমরা সকল সরকারী কর্মকর্তাদের কাছে এটা পরিষ্কার করে দিতে চাই যে, মুজাহিদদের বিরোধী নীতি তৈরি করা এবং যারা তা বানিয়েছে তাদের সমর্থন করা থেকে বিরত থাকুন। অন্যথায় এ জাতীয় ঘটনার জন্য প্রস্তুত থাকা উচিত।