বিদ্যুৎ সংযোগের নামে ১০ লাখ টাকা চাঁদাবাজি যুবলীগ নেতার

0
1079
বিদ্যুৎ সংযোগের নামে ১০ লাখ টাকা চাঁদাবাজি যুবলীগ নেতার

লক্ষ্মীপুরে সংযোগ পাইয়ে দেওয়ার নামে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে চাঁদাবাজি করেছে সেলিম মাঝি নামে এক যুবলীগ নেতা। ৩৫০ পরিবারের কাছ থেকে তিনি প্রায় ১০ লাখ টাকা নিয়েছেন বলে জানা গেছে। সেলিম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

সূত্র জানায়, দুই বছর আগে সেলিম মাঝি আন্ধারমানিক গ্রামের ৩৫০ পরিবারের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা চাঁদা নেয়। ৩ হাজার থেকে ১০ হাজার টাকা করে প্রতিটি পরিবার থেকে নেওয়া হয়। কিন্তু দুই বছর পার হয়ে গেলেও পরিবারগুলো বিদ্যুতের সংযোগ পায়নি। পরে স্থানীয় কয়েকজন যুবক লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করে। এ সময় জানতে পারে মিটার ফি বাবদ কোনো টাকা সেলিম মাঝি অফিসে জমা দেয়নি। পরে ওই যুবকরাই উদ্যোগ নিয়ে গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করে। এনিয়ে সেলিম বিভিন্নভাবে ওই যুবকদের হুমকি ধমকি দেয়। কালের কন্ঠ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | স্কুল-কলেজ পরিদর্শনে তালেবানের একটি বিশেষ প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধপার্কিং চার্জের নামে চাঁদাবাজি সন্ত্রাসী আওয়ামী নেতার