আফগানিস্তানের মধ্য লগমন প্রদেশের আলিনগর জেলায় মুরতাদ কাবুল বাহিনীর মর্টার হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
পুশ্তভাষী সংবাদ মাধ্যম ‘নন এশিয়া’ জানিয়েছে, গত ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় আলিনগর জেলার একটি এলাকায় মুরতাদ কাবুল সরকারী সৈন্যরা বেসামরিক লোকদের বাড়িতে মর্টার গুলি চালিয়েছে। এতে একজন মা ও দুই শিশুসহ কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
এলাকার বাসিন্দারা বলছেন, কাবুল সরকারি সেনারা মাঝে মধ্যে নাগরিকদের বাড়িতে হামলা চালিয়ে নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলছে।