আফগানিস্তানের ২টি স্থান হতে মুরতাদ কাবুল সরকারী বাহিনী ত্যাগ করে তালেবানে যোগ দিয়েছে ৫৩ সেনা ও পুলিশ সদস্য।
খবরে বলা হয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ কমিশনের কর্মকর্তাদের আমন্ত্রণের ফলস্বরূপ, বাস্তবতা অনুধাবন করার পর, আফগানিস্তানের বাঘলান প্রদেশের বারকি জেলা থেকে কাবুল প্রশাসনের ৩৩ জন নিরাপত্তা কর্মী মুজাহিদদের বিরোধীতা থেকে সরে আসেন এবং তারা মুজাহিদীনের সমর্থনের ঘোষণা করেছেন।
অন্যদিকে, ময়দান প্রদেশের জলরেজ ও সৈয়দাবাদ জেলায় ৪ জন নিরাপত্তাকর্মী মির্জা খানের ছেলে হাজির খান, আবদুল হান্নানের পুত্র মঙ্গল আব্দুল, শিরজ গুলের পুত্র আগা গুল, সাহার গুলের ছেলে মোহাম্মদ সাদিক কাবুল বাহিনী ত্যাগ করে ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছেন।
একইভাবে ফারয়াব প্রদেশের কায়সার জেলা থেকে আরো ১১ সেনা সদস্য তালেবানে যোগ দিয়েছে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ হাফিজাহুল্লাহ্।
এছাড়াও পাকতিয়া প্রদেশের আহমেদাবাদ থেকেও আরো ৪ সেনা সদস্য ইমারতে ইসলামিয়ার প্রতি আনুগত্বের বায়ত প্রদান করেন।