সরকারি চাল আত্মসাৎ করে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

0
832
সরকারি চাল আত্মসাৎ করে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সরকারি চাল আত্মসাতের দায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউপি চেয়ারম্যান মনির হাসান রিন্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রিন্টু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন ইউএনও।

সংশিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের জুন মাসে চাপড়া ইউপির চেয়ারম্যান মনির হাসান রিন্টুর বিরুদ্ধে ২৪৯ বস্তা (৭.৪৭০ মেট্রিক টন) সরকারি চাল (ভিজিডি) আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করা হয়।

এ বিষয়ে কথা বলতে চেয়ারম্যান মনির হাসান রিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত সন্ত্রাসী বিএসএফের গুলিতে নিহত ৩, লাশ ভাসছে মহানন্দায়
পরবর্তী নিবন্ধআদালতে শিবির নিয়ে আবরারের বাবাকে হয়রানি