খোরাসান | ১৪৬৩ কাবুল সেনার তালেবান যোগদান

1
807
খোরাসান | ১৪৬৩ কাবুল সেনার তালেবান যোগদান

তালিবান উমারাদের কর্তৃক কাবুল সেনা ও পুলিশ সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রতিদিনই কয়েক ডজন কাবুল সরকারী কর্মকর্তারা তালেবানে যোগদান করছে। গত মাসেও ১৪৬৩ কাবুল সেনার তালেবান যোগদান করেছে।

তালেবান মুজাহিদিন তাদের এক প্রতিবেদনে বলেছে যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াহ, গাইডেন্স, রিক্রুটমেন্ট কমিশন এবং স্থানীয় মুজাহিদদের প্রচেষ্টার গত অক্টোবরে কাবুল প্রশাসন থেকে ১৪৬৩ সেনা ও পুলিশ সদস্য তালেবানে যোগদান করেছেন। এসময় তারা নিজেদের সাথে প্রচুর পরিমাণে হালকা ও ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসে। যা তারা মুজাহিদদের কাছে হস্তান্তর করে।

বিবৃতিতে বলা হয়েছে, তালেবানে যোগদানকারী এসব সৈন্যরা ইমারতে ইসলামিয়াকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা কাবুল সরকারের কোন পদে ফিরে যাবে না, দখলদার বিদেশীদের কোন ধরণের সহযোগিতা করবে না এবং দেশে কীভাবে ইসলামী ব্যবস্থা পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে মুজাহিদদের-কে সর্বাত্মক সহায়তা করবে।

IMG-20201117-171131

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-জাজায়ের | আল-কায়েদার হামলায় ২ মুরতাদ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধলঞ্চের ছাদ থেকে তরুণের লাশ উদ্ধার