ইসরায়েলের কারাগারে দুই ফিলিস্তিনি নিহত

0
528
ইসরায়েলের কারাগারে দুই ফিলিস্তিনি নিহত

 

দখলদার ইসরায়েলের কারাগারে আবারও এক বন্দী ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ ১৪ বছর যাবৎ ইসরায়েলের কারাগারে বন্দী থাকা অবস্থায় মারা যান তিনি।

প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২০ জানুয়ারি সন্ত্রাসী ইসরায়েলের কারাগারে মারা যান তিনি।

৬ সন্তানের পিতা ‘সাসা’ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তবে,তিনি ঠিক কি কারণে মারা যান তা এখনও স্পষ্ট জানা যায়নি।

তাঁকে ২০০৬ সালে সন্ত্রাসী ইসরায়েল গ্রেফতার করে নিয়ে যায়। পরে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ ঘটনার মাত্র তিন দিন পূর্বে ‘আব্দুর রাহমান’ নামে এক বন্দী ফিলিস্তিনি কিশোর মারা যান। ১৬ বছরের কিশোর আব্দুর রাহমান ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

ইসরায়েল সন্ত্রাসীরা তাঁকে কোন প্রকার চিকিৎসা করতে অনুমতি দেয়নি। ফলে বিনা চিকিৎসায় মরতে হল তাঁকে।

সূত্র : কুদুস নিউজ নেটওয়ার্ক।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত সিরিয়া, শরণার্থীদের করুণ হাহাকার
পরবর্তী নিবন্ধভারতে টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরেক স্বাস্থ্যকর্মীর মৃত্যু