ফিলিস্তিন | বিয়ের অনুষ্ঠানে দমন প্রতিরোধকালে ৪ ইসরাইলি সৈন্য আহত

0
862
ফিলিস্তিন | বিয়ের অনুষ্ঠানে দমন প্রতিরোধকালে ৪ ইসরাইলি সৈন্য আহত

অবরুদ্ধ ফিলিস্তিনে একটি বিয়ের অনুষ্ঠানে দখলদার ইসরাইলি সৈন্যরা জোরপূর্বক দমন নিপীড়ন চালাতে  গেলে মুসলিমদের প্রতিরোধে কয়েকটা ইসরাইলি সৈন্য আহত হয়েছে।

রিপোর্টে বলা হয়, গত ১৯ জুন শনিবার ফিলিস্তিনের অধিকৃত গ্যালিলির দেইর আল আসাদে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠান দখলদার ইসরাইলি প্রশাসন নৎসাত করতে গেলে মুসলিমদের প্রতিরোধে ৪ টি ইসরাইলি সৈন্য আহত হয়েছে।

স্থানীয় মিডিয়া কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, ইসরাইলি পুলিশ ঠুনকো অজুহাত তুলে ফিলিস্তিনি মুসলিমদের ঐ বিয়ের অনুষ্ঠান পন্ড করতে চেয়েছিল।

ইসরাইলি সৈন্যরা বিয়ের অনুষ্ঠান দমনে হানা দিলে মুসলিমদের দুর্বার প্রতিরোধে ৪ দখলদার ইহুদি সৈন্য আহত হয়। এসময় স্থানীয়রা অত্যাচারী ইসরাইলি পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

ফিলিস্তিনি মুসলিমদের সাথে না পেরে দখলদার ইসরাইলি পুলিশ ঘটনাস্থলে আরো অধিক সৈন্য মোতায়েনে বাধ্য হয়। উদ্ভূত দ্বন্দে ইসরাইলি পুলিশ ত্রিশোর্ধ এক ফিলিস্তিনি যুবককে আহত করেছে।

সংবাদমাধ্যম আরব-48 জানায়, ইসরাইলি সৈন্যরা মুসলিমদের প্রতিরোধে দিশেহারা হয়ে পড়লে অধিক ইহুদি সৈন্য ঘটনাস্থলে প্রবেশ করে। এসময় অভিশপ্ত ইহুদি সৈন্যরা মুসলিমদের দমাতে অনবরত গুলি ছুড়তে থাকে। দখলদার সৈন্যদের এলোমেলো গুলিতে কয়েক ডজন মুসলিমদের জীবন শঙ্কায় পড়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবির ‘বন্ধ’ হলে ছাত্রলীগের বসবাস
পরবর্তী নিবন্ধখোরাসান | ২০৩ টি সাঁজোয়া যানসহ ৩৫৪ কাবুল সেনা তালিবানের হাতে