ফিলিস্তিনের ২৫ পরিবারকে নিজ বাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছে ইসরায়েল

2
851
ফিলিস্তিনের ২৫ পরিবারকে নিজ বাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছে ইসরায়েল

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসের একটি গ্রামে ২৫ ফিলিস্তিনি পরিবারকে নিজ বাড়ি ধ্বংসের আদেশ দিয়েছে অভিশপ্ত ইসরায়েল।

ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার (১ জুলাই) ইসরায়েলি বাহিনী ওই গ্রামে এসে পরিবারগুলোর হাতে বাড়ি ধ্বংসের আদেশযুক্ত নোটিশ ধরিয়ে দেয়।

নোটিশে বলা হয়, ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণাধীন এরিয়া-সি তে এই বাড়ি নির্মাণের জন্য ফিলিস্তিনিরা কর্তৃপক্ষের অনুমতি নেননি।

জানা যায়, এ বাড়িগুলোর কয়েকটিতে ফিলিস্তিনিরা বাস করে। বাকিগুলো নির্মাণাধীন রয়েছে। এ অবস্থায়ই দখলদার বাহিনীর নোটিশ পেল ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনিরা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে গ্রামের ফিলিস্তিনি বাসিন্দারা তাদের বেশিরভাগ জমিতে কোনো স্থাপনা তৈরি করতে পারবে না। এ জমিগুলো এরিয়া সি নামে পরিচিতি। এ জমিগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে। এ গ্রামের মাত্র পাঁচ শতাংশ স্থানে বাড়ি বা অন্য স্থাপনা নির্মাণ বৈধ, এ জমিগুলো এরিয়া বি নামে পরিচিতি। এ জমিগুলো ফিলিস্তিনি প্রশাসনের অন্তর্গত হলেও তা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আছে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তরপ্রদেশে বয়োজ্যেষ্ঠ এক মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুরা
পরবর্তী নিবন্ধপাকিস্তান | পাক-তালিবানের সফল হামলায় ৪ মুরতাদ সৈন্য হতাহত