ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন গজনী এবং হেরাতের পর উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদগিসের প্রাদেশিক রাজধানী কালা-ই-নাও নিয়ন্ত্রণে নিয়েছেন।
তালিবান মুখপাত্র কারি ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ বলেন, তালিবান মুজাহিদগণ বাদগিসের প্রাদেশিক রাজধানী কালা-ই-নাও, গভর্নর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা কেন্দ্র এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন।
তিনি আরও বলেন, তালিবান মুজাহিদিনরা বেশ কয়েক ডজন কাবুল সৈন্যকে জীবিত বন্দী করেছেন, বাকিরা পালিয়ে গেছে। যাদেরকে ধরতে ফলো-আপ অভিযান চলছে। অপরদিকে মুজাহিদগণ বেশ কিছু যানবাহন ও প্রচুরসংখ্যক অস্ত্র গনিমত পেয়েছেন।
গত ৭ দিনে তালিবান মুজাহিদদের হাতে বীজিত এটি ১২ তম প্রদেশ, এবং গত ১২ আগস্ট বীজিত ৩য় প্রদেশ। এর আগে মুজাহিদগণ নিমরোজ, জাউজান, সার-ই-পুল, কুন্দুজ, তাখার, সামঙ্গান, ফারাহ, বাঘলান, বাদাখশান, গজনী এবং হেরাতের প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছেন। যেখানে হাজার হাজার সৈন্য মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।
উল্লেখযোগ্য, বেশ কিছু সূত্র থেকে খবর পাওয়া গেছে যে, তালিবান মুজাহিদিনরা হেলমান্দ এবং কান্দাহার প্রদেশের নিয়ন্ত্রণও নিয়েছেন।
আলহামদুলিল্লাহ