কান্দাহার-হেরাত মহাসড়কে ক্ষতিগ্রস্ত সব কালভার্ট নির্মাণের কাজ চলছে: তালিবান

0
1444
কান্দাহার-হেরাত মহাসড়কে ক্ষতিগ্রস্ত সব কালভার্ট নির্মাণের কাজ চলছে: তালিবান

ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের বিশেষ দিকনির্দেশনায়, গণপূর্ত বিভাগ কান্দাহার-হেরাত মহাসড়কে ক্ষতিগ্রস্ত সব কালভার্ট নির্মাণ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

কান্দাহারের গণপূর্ত বিভাগের পরিচালক মোল্লা নেয়ামতুল্লাহ সিরাজি হাফিজাহুল্লাহ্ বলেন, কান্দাহার বাগ সেতু থেকে লস্করগাহ ব্রিজ পর্যন্ত ৪৪ কালভার্ট ধ্বংস হয়েছে, যার মধ্যে ৩৩ টি কালভার্ট বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে। আর বাকি ১১ টি কালভার্টও শীঘ্রই মেরামত করা হবে।

মোল্লা নেয়ামতুল্লাহর মতে, কালভার্ট নির্মাণের কাজ প্রথমে কান্দাহার শহরের কেন্দ্রীয় জেলা থেকে শুরু হয়েছে। পরিকল্পনা হল যে, বাকি জেলাগুলোর কালভার্ট মেরামতের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া কিছু হাইওয়েও মেরামত করা হবে।

IMG-20211005-183109-122
IMG-20211005-183114-823
IMG-20211005-183119-756

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মান উন্নয়নে হেলমান্দে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সেমিনার
পরবর্তী নিবন্ধতালেবানের শরিয়াহ ধাঁচের নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আফগান জনগণ