মুজাহিদদের সমাজ সংস্কার : তালিবান সরকার কর্তৃক ৩০০০ এরও বেশি মাদকাসক্তকেহাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর

আলী হাসানাত

4
2014
মুজাহিদদের সমাজ সংস্কার : তালিবান সরকার কর্তৃক ৩০০০ এরও বেশি মাদকাসক্তকেহাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান সরকার দেশটির রাজধানীতে ৩০০০ এরও বেশি মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করেছে।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি (হাঃ) বলেছেন যে, মাদক-নির্মুল কমিটি সম্প্রতি রাজধানী কাবুলের রাস্তা থেকে বেশ কিছু মাদকাসক্তকে চিকিৎসার জন্য হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করেছে।

তিনি বলেন, চিকিৎসার জন্য স্থানান্তরিত বরা মাদকাসক্তের সংখ্যা ২৭ শতাধিক।

IMG-20211121-213147-886

তিনি আরও বলেন, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা শেষে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনো শত শত মাদকাসক্ত ব্যাক্তি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

IMG-20211121-213153-659

মুখপাত্র বলেছেন যে, ইমারতে ইসলামিয়ার সরকার, ঠান্ডা আবহাওয়া, অবস্থানস্থল এবং অর্থের অভাব সত্ত্বেও মাদকাসক্তদের চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহের জন্য একটি উপযুক্ত সমাধান খোঁজার চেষ্টা করছে।

IMG-20211121-213149-813

শীত উপেক্ষা করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উয়ারাগন যেভাবে দেশ ও জাতির সেবা করে যাচ্ছেন, তাতে কোন বাঁধাই তাদেরকে তাদের দায়িত্ব পালন থেকে টলাতে পারবে না।

4 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজায়নিস্ট আগ্রাসন | চলতি বছর দাখলদার ইসরাইল কর্তৃক ৮৩ শিশু হত্যা এবং ১১৪৯ ফিলিস্তিনি শিশু গ্রেফতার
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | বুর্কিনা ফাঁসোর সামরিক ঘাঁটিতে আল-কায়েদার দুর্দান্ত অভিযানের দৃশ্য