নবনিযুক্ত বজরং দলের প্রধানের দাবি ’হিন্দুত্ববাদ হচ্ছে জাতীয় স্বার্থ’

0
609

ভারত নিজেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ দাবি করলেও মূলত কর্তৃত্ববাদী হিন্দুরাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। তারা প্রকাশ্যে ভারতেকে হিন্দু রাষ্ট্র বানানোর ঘোষণা দিচ্ছে। শপথ নিচ্ছে। সে অনুযায়ী কার্যক্রম চালাচ্ছে।

গত মঙ্গলবার নবনিযুক্ত বজরং দলের প্রধান, হিন্দুত্ববাদী নীরজ ডোনেরিয়া বলেছে, হিন্দুত্ববাদ হল জাতীয়তাবাদের সমার্থক এবং হিন্দু সমাজ ভারতের মূলধারা।

ডোনেরিয়া,  হিমাচল প্রদেশে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সাংগঠনিক সম্পাদক হিসাবে কাজ করেছে, সম্প্রতি তাকে বজরং দলের জাতীয় আহ্বায়ক হিসাবে নিযুক্ত করা হয়।

সে আরো বলেছে,- “হিন্দু স্বার্থ জাতীয় স্বার্থ। তাই হিন্দুত্ব ও হিন্দু স্বার্থ যে কোনো মূল্যে রক্ষা করা উচিত।”

নতুন দায়িত্ব নেওয়ার পর, ডোনেরিয়া ফোনে পিটিআই-কে বলেছে যে, সে সারা বিশ্বে হিন্দুদের একত্রিত করতে এবং তাদের অধিকার প্রদানের জন্য কাজ করবে। একইভাবে, সে মুসলিমদের বৈধ বহুবিবাহকে ‘অশুভ প্রবণতা’ আখ্যা দিয়ে তার লাগাম টানার ঘোষণা দিয়েছে।

হিন্দুত্ববাদীরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে সব ধরণের প্রস্তুতি শেষ করছে এবং মুসলিমদেরকে ভারত থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করছে।


তথ্যসূত্র:

1. Bajrang Dal Chief Claims Hindutva Is Synonymous With Nationality –https://tinyurl.com/57nv44hy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুবকদের জিহাদ থেকে ‘নিরুৎসাহিত’ করতে ৪৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে আইভরি কোস্ট
পরবর্তী নিবন্ধগুজরাটে মুসলিম গণহত্যায় হিন্দুত্ববাদী সঙ্ঘ পরিবারের দায় স্বীকার