আরকানে এক শিক্ষিত রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে। গত৮ অক্টোবর সকালে বুথিডং এলাকার গুদাম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম শফিকুল ইসলাম (৫৫)। রোহিঙ্গা গ্রামবাসী নিশ্চিত করে জানিয়েছেন যে, সন্ত্রাসী আরাকান আর্মির সৈন্যরা তাঁকে কোন কারণ ছাড়াই গুলি করে হত্যা করে।
আরাকানের বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আরকান আর্মি এখন নতুন করে রোহিঙ্গাদের জন্য আতঙ্ক সৃষ্টি করছে। মুসলিমদের থেকে জোরপূর্বক চাঁদা আদায়, নারীদের ধর্ষণ ও হত্যাকান্ড এখন তাদের জন্য নিয়মিত ঘটনা। গত ১ অক্টোবর দু’জন রোহিঙ্গা নারীকে বাড়ি থেকে ধরে নিয়ে গণধর্ষণ করে আরাকান আর্মি। আর এখন জানা যাচ্ছে রোহিঙ্গাদের টার্গেটকৃত হত্যাকান্ডের খবর।
এছাড়াও সন্ত্রাসী আরাকান আর্মি ও মিয়ানমার সামরিক জান্তা উভয়ই বিস্তীর্ণ খালি ভূমি বাদ দিয়ে শুধুমাত্র রোহিঙ্গা এলাকাকেন্দ্রিক লড়াই করছে। ফলে রোহিঙ্গারা পড়েছেন চরম ঝুঁকিতে; আবার বাধ্য হয়ে এলাকা ছাড়তে চেষ্টা করলেও উভয় সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যা বা গ্রেফতারের শিকার হচ্ছেন রোহিঙ্গা মুসলিমরা।
ইসলামি চিন্তাবিদগণের অনেকেই বিষয়টিকে উভয় বাহিনীর ষড়যন্ত্ররের অংশ মনে করছেন। তাছাড়া আরকান আর্মি ও সামরিক জান্তা দু’পক্ষই যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই তাদের নিজেদের মধ্যে লড়াই থাকলেও ইসলাম ও মুসলিম বিদ্বেষের ক্ষেত্রে মনমানসিকতা এক বলেই মনে করা হচ্ছে।
দালাল মিডিয়া খুব জোরেশোরেই প্রচার করছিলো যে, সন্ত্রাসী আরাকান আর্মি নাকি রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সন্ত্রাসী আরাকান আর্মি নিয়মতান্ত্রিকভাবে রোহিঙ্গাদের নিপিড়ণ করছে, নারীদের ধর্ষণ করছে, শিক্ষিত পুরুষদের টার্গেট করে হত্যা করছে। এ থেকে বুঝা যাচ্ছে আরাকান আর্মি কিংবা সামরিক জান্তা কারো কাছেই নিরাপদ নয় রোহিঙ্গারা।
তথ্যসূত্র:
——–
1. This morning, a Rohingya, Saya U Shafikul Islam, 55, was shot dead in Guda Pyin (Gudam Fara) village, Buthidaung Township. Many villagers said the Arakan Army troops shot him to death
– https://tinyurl.com/52w3n4cj