উইঘুর বন্দীশিবির নির্মাতা কোম্পানীকে দিয়ে বিশ্বকাপ স্টেডিয়াম বানাচ্ছে গাদ্দার কাতার

ওবায়দুল ইসলাম

0
746
দখলদার চীনের জিনজিয়ান প্রদেশের হোতানের নিকটবর্তী এক রি-এডুকেশন ক্যাম্পের ওয়াচ টাওয়ার। ধারণা করা হয় এখানে সংখ্যালঘুদের বন্দী করে রাখা হয়। ছবিঃ এএফপি

এবারের ফুটবল বিশ্বকাপ ফাইনালের জন্য কাতারে নির্মিত স্টেডিয়ামটি একটি চীনা কোম্পানী নির্মাণ করেছে। অভিযোগ উঠেছে, এই একই কোম্পানী উইঘুর মুসলিমদের জন্য ব্যবহৃত বন্দীশিবিরগুলো নির্মাণ করেছে।

সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক পত্রিকা দ্যা টাইমস। তাদের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত কোম্পানিটির নাম হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন (সিআরসিসি)।

উইঘুরদের বিরুদ্ধে দখলদার চীন গত কয়েক বছর যাবৎ অমানবিক দমন-নিপীড়ন চালাচ্ছে। এরকম সময়ে কাতার তাদের দেশে স্টেডিয়াম নির্মাণের কাজ ঐ চীনা কোম্পানীকে দিয়ে করেছে। এর মাধ্যমে কাতার চীনের সাথে সম্পর্ক আরও জোরদার করেছে।

কাতারের মতো সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুদান, সেনেগাল, পাকিস্তান ইত্যাদি মুসলিম দেশগুলোও উইঘুরদের উপর চীনের নির্যাতন নিয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থেকেছে। শুধু তাই নয়, এই দেশগুলো চীনের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রতিও মনোনিবেশ করেছে।

অন্যদিকে মধ্য প্রাচ্যের প্রথম দেশ হিসেবে কাতার এই সপ্তাহে চীন থেকে উপহার হিসেবে দুটি পান্ডা গ্রহণ করেছে। সমালোচকরা একে “পান্ডা কূটনীতি” নামে অভিহিত করেছেন।

উইঘুর বুদ্ধিজীবীরা বলছেন, পূর্ব তুর্কীস্তানের নৃশংসতা থেকে বিশ্বকে বিভ্রান্ত করার জন্যই মূলত এমন পদক্ষেপ নিয়েছে দখলদার চীন।

আরেক উইঘুর বুদ্ধিজীবী আইদিন আনোয়ার মিডল ইস্ট আইকে (এমইই) বলেন, “চীন মূলত অন্যান্য দেশের সামনে (এসবের মাধ্যমে) ভালো সাজার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “কাতার এমন একটি দেশ যারা উইঘুরদের প্রতি চীনের নীতিকে সমর্থন করেছে। তাই কাতারে চীনের পান্ডা পাঠানোর বিষয়টি নিয়ে অবাক হওয়ার কিছুই নেই।”

দখলদার চীন পূর্ব তুর্কীস্তানের উইঘুর মুসলিমদের উপর এত জুলুম-নির্যাতন চালানোর পরেও চীনের প্রতি বিশ্বের বিভিন্ন নামধারী মুসলিম দেশগুলোর দৃষ্টিভঙ্গি এক বিন্দুও পরিবর্তন হয় নি। এই কথিত মুসলিম শাসকদের দুমুখো নীতির বিরুদ্ধে এবং উইঘুর তথা পুরো বিশ্বের নির্যাতিত মুসলিমদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।



তথ্যসূত্রঃ
——–
1. Qatar World Cup stadium company ‘built Uyghur internment camp’
https://tinyurl.com/y67euj6p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইতালির ক্ষমতাসীন দলের ইসলাম বিদ্বেষ: আরবী খুতবা বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধকেমন আছেন ভারতের রোহিঙ্গা শরণার্থীরা ||পর্ব-১ || এক রোহিঙ্গা নারীর আত্মকাহিনী