ফটো রিপোর্ট || ইমারাতে ইসলামিয়ার র‌্যাপিড রেসপন্স ইউনিট

ত্বহা আলী আদনান

6
2215

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন গত বছর ক্ষমতায় আসার পর দেশ গঠনের পাশাপাশি সামরিক খাতে বিশেষ মনোযোগ দেয়। ফলে এই সল্প সময়ের মধ্যেই ইমারাতে ইসলামিয়ার সামরিক ইউনিটগুলোকে উন্নত সামরিক প্রশিক্ষণ, অস্ত্র ও ইউনিফর্মে সজ্জিত করে তুলেছে সরকার।

সেই ধারাবাহিকতায় ইমারাতে ইসলামিয়া প্রশাসন দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা GDI-কেও নতুন রূপে ঢেলে সাজিয়েছে। দেশটির বর্তমান এই গোয়েন্দা সংস্থার অধীনে ৩টি র‌্যাপিড রেসপন্স ইউনিট কাজ করে থাকে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া নেতৃবৃন্দ গোয়েন্দা ইউনিটগুলোর জন্য আলাদা ইউনিফর্ম ও লোগো চালু করেছেন। ২৪ মিনিটের একটি ভিডিও সংস্করণের মাধ্যমে র‌্যাপিড রেসপন্স ইউনিটের পোশাক উন্মোচন করেছে তালিবান।

র‌্যাপিড রেসপন্স ইউনিটের কিছু দৃশ্য দেখুন…

6 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলফোর ঘোষণার ১০৫ বছর: মুসলিম উম্মাহর ঘুম ভাঙা জরুরী নয় কি?
পরবর্তী নিবন্ধসোমালিয়া | গভর্নরের কনভয়ে আশ-শাবাবের হামলায় হতাহত ৮ গাদ্দার