যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে চলছে তালিবানের সর্বাত্মক প্রচেষ্টা

2
1551
খাল পরিষ্কারের কাজ পরিদর্শনে ইসলামি ইমারত কর্তৃপক্ষ।

দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকার চালানো আগ্রাসন ও বোমা বর্ষণ এবং পশ্চিমাদের তাঁবেদার সরকারগুলোর দুর্নিতি ও অব্যবস্থাপনায় পুরো আফগানিস্তান এক জীর্ণ-শীর্ণ অবস্থায় গিয়ে ঠেকেছে। আগ্রাসী শত্রুকে পরাজিত করে শরিয়াহ শাসন কায়েমের পর থেকেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনে পূর্ণ মনোযোগ দিয়েছে তালিবান সরকার।

এরই ধারাবাহিকতায় লাগমান প্রদেশের আলিনগর জেলায় খাজা খেল লোয়ার খালের পুনঃনির্মাণ এবং পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। এ প্রকল্পে অর্থায়ন করেছে বৈশ্বিক দাতা সংস্থা রেড ক্রস।

প্রদেশটির পল্লী পুনর্বাসন ও পুনর্গঠন বিভাগের প্রধান মৌলভি মুহাম্মাদ জহির জারকামার বখতার নিউজ এজেন্সিকে জানিয়েছেন, খালটি পুনঃনির্মাণ ও পরিষ্কারের কাজে রেড ক্রস ৯ মিলিয়ন আফগানি মুদ্রা সহায়তা করছে। কাজ শেষ হলে এই খালের মাধ্যমে হাজার হাজার একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।

মুহাম্মাদ জহির আরও জানান, এই প্রকল্পের আওতায় ২৬৮ মিটার রিটেইনিং ওয়াল বা খালের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে এবং পরিষ্কার করা হবে প্রায় ১২.৫ কিলোমিটার খাল। এক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদী।

লাগমান প্রদেশের গভর্নর কারি জয়নুল আবেদীন রেড ক্রস কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, লাগমান প্রদেশের কেন্দ্রীয় জেলা মেহতারলাম এবং অন্য পাঁচটি জেলার উন্নয়ন কার্যক্রমে সামঞ্জস্য বজায় রাখার দিকে তাঁরা নজর দেওয়ার চেষ্টা করছেন। যেন সবদিক থেকেই লাগমান প্রদেশ উন্নতি করতে পারে।

অন্যদিকে, আফগানিস্তানের পারওয়ান প্রদেশেও ৭.২ মিলিয়ন অর্থমূল্যের ২৫টি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে আছে গভীর কূপ খনন এবং সীমানা প্রাচীর নির্মাণ।

একইভাবে, জালালাবাদেও রাস্তা ও খাল নির্মাণের কাজ করছে ইসলামি ইমারত প্রশাসন। পূর্বে আমেরিকার দোসর ঘানি প্রশাসনের আমলে বিভিন্ন প্রকল্পের জন্য নির্ধারিত বাজেট দুর্নিতিবাজদের পকেটেই শেষ হয়ে যেত। কিন্তু তালিবানের ইসলামি ইমারত প্রতিষ্ঠার পর থেকে শরিয়াহ শাসনের ফলাফল পেতে শুরু করে পুরো আফগানিস্তানের জনগণ।

আশা করা হচ্ছে, ইসলামি ইমারতের অধীনে গৃহীত এসব প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে এসব প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

তথ্যসূত্র:

1. لغمان، ۹ ملین افغانی کی لاگت سے نہر کی بحالی اور صفائی کا کام شروع – https://tinyurl.com/2xva3wtf
2. پروان میں ۷۰ لاکھ افغانی سے زائد کی لاگت سے ۲۵ ترقیاتی منصوبوں کا آغاز – https://tinyurl.com/34jsfpsp
3. ننگرہار، ۷۰ لاکھ افغانی سے زائد کی لاگت سے ترقیاتی منصوبے کا آغاز – https://tinyurl.com/yckvk4zp

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || মার্চ ১ম সপ্তাহ, ২০২৩ঈসায়ী
পরবর্তী নিবন্ধএক মাসে ভারতীয় বাহিনীর হাতে ৫ কাশ্মীরি খুন