মুজাহিদদের ৪ অভিযানে অন্তত ২০ মালিয়ান সৈন্য হতাহত

ত্বহা আলী আদনান

5
1185

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে পরপর ৪টি সফল অপারেশন পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এর মুজাহিদগণ। এতে মালিয়ান সামরিক বাহিনীর অন্তত ২০ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

জেএনআইএম সংশ্লিষ্ট আয-যাল্লাকা মিডিয়া সূত্র জানিয়েছে, মুজাহিদগণ ১ মার্চ টিম্বোকটু অঞ্চলের পশ্চিমে আশরান এলাকায় একটি সফল অভিযান চালিয়েছেন। এ অপারেশনে মালিয়ান সামরিক বাহিনীর একটি ব্যারাকে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়।

সূত্রমতে, এতে ব্যারাকে থাকা অন্তত ৮ মালিয়ান সৈন্য হতাহত হয়েছে। পাশাপাশি একটি সামরিক যান ধ্বংস ও কয়েকটি তাবু আগুনে পুড়ে গেছে।

এরপর ১৪ মার্চ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলিয় দিরি শহরে মালিয়ান আর্মির একটি চেকপোস্টে রেইড পরিচালনা করেন মুজাহিদগণ। এতে ২ সেনা নিহত ও অপর ১ সেনা আহত হয়েছে। বাকি সৈন্যরা চেকপোস্ট ছেড়ে পালিয়ে গেছে। এই অভিযান শেষে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল, ১টি ক্লাশিনকোভ এবং ১টি রিভলবার গণিমত লাভ করেছেন।

গত ১৯ মার্চ, একই অঞ্চলের পশ্চিমাঞ্চলিয় সাউম্বে শহরে, জেএনআইএম মুজাহিদগণ মালিয়ান সেনাবাহিনীর আরও একটি সামরিক ব্যারাকে পরপর বেশ কয়েকটি আর্টিলারি শেল নিক্ষেপ করেছেন। এতে ১টি সাঁজোয়া যানসহ ব্যারাকের অনেক স্থাপনা ধ্বংস হয়ে যায়। পাশাপাশি মালিয়ান সেনাবাহিনীর কমপক্ষে ৮ সদস্য হতাহত হয়েছে।

এরপর গত ২৫ মার্চ, পশ্চিমাঞ্চলিয় শহর আশরানে ফের অভিযান চালান জেএনআইএম মুজাহিদগণ। এই অভিযানেও মালিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে পরপর ৪টি মর্টার শেল নিক্ষেপ করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে মালিয়ান সেনাবাহিনীর অন্তত ১ সৈন্য নিহত এবং আরও একাধিক সৈন্য আহত হয়েছে।

5 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান | মানবিক সহায়তা পেয়েছে ৩ প্রদেশের ১০,৪৬০ পরিবার
পরবর্তী নিবন্ধসোমালি সামরিক ঘাঁটি বিজয়: কমপক্ষে ৬৯ সেনা হতাহত