পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে হামলার পর এবার কথিত অভিযানের নামে গোটা পশ্চিম তীর জুড়ে আগ্রাসী হামলা ও ধরপাকড় চালিয়েছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় ২ ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন মুসলিমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। এ নিয়ে চলতি বছরের প্রথম তিন মাসেই ইহুদি আগ্রাসনে প্রাণ হারালেন প্রায় ১০০ ফিলিস্তিনি।
গত ৯ এপ্রিল কালকিলিয়া এলাকায় অভিযান চালিয়ে আয়েদ সালিম নামে এক ফিলিস্তিনি যুবককে খুন করেছে ইহুদি বাহিনী। পরের দিন একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে মুহাম্মদ বলহান নামে আরও এক কিশোরকে খুন করে তারা। এ সময় অপর দুই ফিলিস্তিনি আহত হয়েছেন, জোরপুর্বক তুলে নেওয়া হয়েছে আরও পাঁচ ফিলিস্তিনিকে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসী অভিযান অব্যাহত ছিল। অভিযান কঠোর করতে ব্যাপক আকারে সেনা বৃদ্ধি করেছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। চলমান এসব অভিযানের নামে নিরাপরাধ ফিলিস্তিনিদের বিভিন্নভাবে নিপীড়ন করে যাচ্ছে ইহুদিরা।
এসব অভিযানের নামে পাশবিক নির্যাতনের বেশ কিছু লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, একজন ফিলিস্তিনি যুবক দোকানে মালামাল সাজিয়ে রাখার সময় হঠাৎ ইসরাইলি সেনারা তাঁর দোকানে হামলা চালায়। এ সময় সেনারা তাঁকে বেদম মারধর ও চোখে-মুখে পিপার স্প্রে ছিটিয়ে নির্যাতন করে।
While stocking shelves at a local store, a Palestinian youth was attacked by a number of lsraeli occupation soldiers who have aggressively beaten him and assaulted him with pepper spray. pic.twitter.com/Ywa7ppoOPZ
— TIMES OF GAZA (@Timesofgaza) April 6, 2023
তথ্যসূত্র:
——-
1. Ayed Saleem (20 y/old), the Palestinian who was show dead by the lsraeli occupation forces east of Qalqilya
–https://tinyurl.com/2ryrepz8
2. Update: lsraeli occupation forces kill a Palestinian youth in Aqbat Jarb camp
–https://tinyurl.com/285raw6w
3. While stocking shelves at a local store, a Palestinian youth was attacked by a number of lsraeli occupation soldiers who have aggressively beaten him and assaulted him with pepper spray
–https://tinyurl.com/ztu9zp3f
ওয়াল্লাহি এদের মতো নিষ্কৃট ব্যক্তি চেষ্ট নবীর চেষ্ট উম্মতকে মারতে পারছে শুধু জিহাদকে ছেরে দেওয়ার কারনে
لعن الله علی الیهود والنصاری اللهم خذهم اخذ عزیز مقتدر ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ।হে আল্লাহ তুমি এই দুই জাতিকে মজবুত করে ধর।হে সকল মুসলমানদের উপর দয়া করেন।হে আমার সকল মুসলমান ভাই ও বোনেরা অপর সকল মুসলমানের ব্যথায় ব্যথিত হয়। রসূলের হাদীসের প্রতি লক্ষ্য করিالمسلمون کجسد واحداً ان اشتکی عینه اشتکی کله ان اشنکی راسه اشتکی کلهসকল মুসলমান একটি অঙ্গের ন্যায় যদি চোখ নষ্ট তবে সারা দেহই নষ্ট হয়।আর যদি মাথা খারাপ হয়ে যায় তবে সারা অঙ্গ খারাপ হয়ে যায়। আল্লাহ তুমি সকল মুসলমান দেরকে বুঝতে তৌফিক দান করুন। আমিন