আফগানিস্তানের পূর্বাঞ্চলিয় খোস্ত শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন হামলায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ও আরও ৭ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ৪ জনই শিশু বলে জানা গেছে।
স্থানীয় সূত্রমতে, গত ১৪ আগস্ট দুপুরে খোস্ত শহরের একটি মসজিদ ও হোটেলের কাছে এই ড্রোন হামলা চালানো হয়েছে। আফগান কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিস্ফোরণে ৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ৭ জন আহত হয়েছেন।
এ হামলার পর পাকিস্তান সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত অ্যাকাউন্টগুলো থেকে উল্লাস প্রকাশ করা হয়। এ কারণে স্থানীয়রা অভিযোগ করছেন, পাকিস্তান সেনাবাহিনী ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, এই অঞ্চলে তারা কোনো হামলা চালায়নি।
এই নৃশংস হামলার ঘটনায় কাবুলের পুলিশ বাহিনীর মুখপাত্র খালিদ জাদরান প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমেরিকান এবং রাশিয়ানরা ইতিমধ্যেই আফগানিস্তানে নিজেদের ভাগ্য পরীক্ষা করেছে। এতে তারা খারাপভাবে ব্যর্থ হয়েছে। অন্য কোনো শত্রু আবার এখানে তাদের ভাগ্য পরীক্ষা করুক এবং একই পরিণতির মুখোমুখি হোক, তা কাম্য নয়।