মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করার চেষ্টা

- আবু আব্দুল্লাহ

0
500
হিজাবের কারণে বিদ্বেষের শিকার নারী

ভারতের তামিলনাড়ুর রাজ্যের সমাসিপাদি গ্রামের এক স্কুলে পরীক্ষা দিতে আসা মুসলিম এক নারীকে তার হিজাবের কারণে হেনস্তার শিকার হতে হয়েছে। তাকে হিজাব খুলতে বলা হলে তিনি পরীক্ষা শেষ না করেই বের হয়ে যান। ঘটনাটি রাজ্যের তিরুভান্নামালিয়া শহরের নিকটস্থ আন্নামালিয়া মেট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলে ঘটেছে।

স্থানীয় মিডিয়া সূত্রে জানা যায়, ২৭ বছর বয়সি মিসেস শাবানা হিন্দি পরীক্ষা দিতে হিজাব পরিহিত অবস্তাতেই নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট পরেই স্কুল কর্তৃপক্ষ তাকে তার হিজাবের কারণে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয়। স্কুল কর্তৃপক্ষের তরফে জনাব রেভাথি তাকে তার হিজাব খুলে ফেলতে বলেন। কিন্তু তিনি হিজাব খুলতে অস্বীকৃতি জানালে স্কুল কর্তৃপক্ষের সাথে এবিষয়ে তার দ্বন্দ্ব বেঁধে যায়।

বিষয়টি কিছুটা গম্ভীর হয়ে গেলে স্কুল কর্তৃপক্ষ এমনকি মিসেস সাবানাকে বাগে আনতে পুলিশের সহায়তা নেয়। আর পুলিশও নিরপেক্ষ অবস্থান গ্রহণে অনিচ্ছুক বলেই প্রতীয়মান হয়।

শাবানার পরিবার স্কুল চত্বরে বাইরেই অবস্থান করছিল। পরিস্থিতি জটিল হতে থাকলে তাদের সাহায্যার্থে কিছু মুসলিম সংগঠনও শাবানার সমর্থনে এগিয়ে আসে।

আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলা হলেও, মিসেস শাবানা তার হিজাব না খোলার সিদ্ধান্তে অনড় থাকেন। তিনি তার হিজাব খুলে ফেলার চেয়ে পরীক্ষা শেষ না করেই কেন্দ্র ত্যাগ করাকেই বেছে নেন।

পরবর্তীতে তার স্বামী স্থানীয় রাজনৈতিক দল এসডিপিআইয়ের মাধ্যমে স্কুল কমিটির সাথে যোগাযোগ করেন। এসডিপিআইয়ের জেলা প্রধান মুশতাক বাসা জানান যে, স্কুল কমিটি ‘উচ্চতর কর্তৃপক্ষের’ নির্দেশেই হিজাবের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে থাকতে পারে।

মূলত হিন্দুত্ববাদী শক্তি ভারতের প্রায় সকল স্তরেই আসন করে নিয়েছে। কিছুদিন আগেই দেখা গিয়েছে যে, হরিয়ানার নুহ জেলায় দাঙ্গার পরে স্থানীয় প্রশাসন মুসলিমদের গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এর আগে মে মাসে মুম্বাইয়ের জলগাঁওয়ের কালেক্টর মুসলিমদের অনুপস্থিতিতে শুনানি করে ৮০০ বছরের পুরনো তালুকদার জামে মসজিদে নামাজ পরার উপরে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল, যা ছিল তার আইনি এখতিয়ার বহির্ভূত। ভারতের প্রায় সকল স্থানেই এভাবে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে স্থানীয় হিন্দুত্ববাদীরা এবং তাদের সহায়ক প্রশাসন, যেমনটা দেখা গিয়েছে মিসেস শাবানার হিজাব ইস্যুতে।



 

তথ্যসূত্র:

1. Muslim woman asked to remove hijab during exam
https://tinyurl.com/2s448f75
2. Deputy Commissioner, who issued showcause notices against Muslim entry ban in villages, transferred
https://tinyurl.com/297mxsvv
3. Jalgaon: Based on Right-Wing Activist’s Complaint, Collector Bans Namaz at 800-Year-Old Mosque
https://tinyurl.com/297cwstx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাব যোদ্ধাদের অ্যাম্বুশ ও ইস্তেশহাদী অপারেশনে হতাহত অন্তত ৭০ সৈন্য
পরবর্তী নিবন্ধকুরআন অবমাননাকারীদের পাওনা আদায় করুন: আল-কায়েদা