• গাজায় সাধারণ মানুষের বাড়িঘরে, হাসপাতালে, শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদী ইসরায়েলের বোমা হামলা চলছে। শিশুদের হত্যাকারী এই কাপুরুষদের দাবি, তারা নাকি গাজা শহরে হামাসের বিরুদ্ধে অগ্রসর হচ্ছে!
• উত্তর ইরাকে ইসরায়েলের ত্রাণকর্তা সন্ত্রাসী আমেরিকান বাহিনীর আল-হারির বিমানঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।
• আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল স্থল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের ৩৩ অফিসারকে হত্যা করেছেন আল-কাসসাম যোদ্ধারা। আর ধ্বংস করা হয়েছে শত্রুদের ১৩৬টি বাহন।
• সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় ৯ জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে।
• বৃহস্পতিবারে সিআইএ পরিচালক উইলিয়াম বিল বার্নসের কাতার ভ্রমণের কথা রয়েছে। সেখানে সে গাজায় আটক হওয়া বন্দীদের মুক্তির ব্যাপারে চুক্তি নিয়ে আলোচনা করবে।
• হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ বলেছেন, ইসরায়েল তাদের বন্দীদের মুক্ত করার যে কথা বলছে, সেটার একমাত্র উপায় হলো সম্পূর্ণ বা ধীরে ধীরে বন্দী বিনিময় করা। এটা ছাড়া আর কোনো পথ নাই তাদের বন্দীদের মুক্ত করার।
• যুক্তরাষ্ট্রের নেয়ার ইস্টার্ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট বলেছে যে, যুদ্ধ শেষে গাজায় শাসন করতে পারে পশ্চিমাপন্থী মাহমুদ আব্বাসের ফিলিস্তিনী কর্তৃপক্ষ।
• ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছে, ন্যাটোর মিত্ররা যুদ্ধে ‘মানবিক বিরতি’-এর প্রস্তাবকে সমর্থন করে!
• সন্ত্রাসী ইসরায়েলের বর্বর বোমা হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনীর সংখ্যা ১০৫৬৯ জন, যার মধ্যে শিশু ৪৩২৪, নারী ২৮২৩ জন। পশ্চিম তীরে নিহত ১৬৪ জন।